নিউজ প্রাচ্যের ডন্ডি, সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, জেলা পরিষদ নির্মিত সোনারগাঁয়ের ডাক বাংলা ও অডিটোরিয়াম অচিরেই সংস্কার করা হবে। জেলা পরিষদের সভায় সংস্কার কাজ হাতে নেওয়া হবে। ইতোমধ্যে জেলার ডাক বাংলাগুলো সংস্কার করার জন্য দরপত্র আহবান করার কাজ চলছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সোনারগাঁ উপজেলায় জেলা পরিষদ অডিটোরিয়াম ও ডাক বাংলা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জেলা পরিষদে নির্বাচিত করেছেন উন্নয়নের জন্য। জেলা পরিষদ শেখ হাসিনার মাধ্যমেই ক্ষমতায় আসে। দীর্ঘ দিনের ঝরার্জীন ভবন ঠিক করতে সময় লাগবে। আমরা উন্নয়নের জন্য অবকাঠামো চালিয়ে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সংরক্ষিত সদস্য অ্যাডভোকেট নুর জাহান, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহাম্মেদ বাদশা, কাউন্সিলর জায়েদা আক্তার মনি, তাতীলীগ নেতা জসিম উদ্দিন লিটন প্রমুখ।