নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জ ১শ’ শয্যাবিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা সাধারন রোগীদের প্রতিদিন বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের দ্বারা বিড়ম্বনার শিকার হওয়ার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ ১শ’ শয্যাবিশিষ্ট (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আসাদুজ্জামানকে সরেজমিনে হাসপাতালের ভেতরের ডিউটিরত ডাক্তারদের রুমের সামনে, টিকিট কাউন্টার এর সামনে এবং প্রধান গেটে গিয়ে ঘুরে ঘুরে তদারকি করতে। এ সময় বে-সরকারী কোম্পানীর ঔষধ প্রতিনিধিদের হাসপাতালের বাইরে তেমন একটা দেখা যায়নি।
তবে নির্ধারিত সময়ের পূর্বে যেন কোন ক্রমেই হাসপাতালের অভ্যন্তরে ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা প্রবেশ করতে না পারে সেজন্য সিকিউরিটি গার্ডদের কঠোর ভাবে হুঁশিয়ারী করে দিয়েছেন আরএমও।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারন রোগীরা এ সময় তাদের প্রতিক্রিয়া ব্যাক্ত করে জানান, হাসপাতালের পরিবেশ সোমবার অনেক ভাল। তাছাড়া হাসপাতালের বড় স্যাররা প্রতি মুহুর্তই ঘুরে ঘুরে সব কিছু দেখেছেন। এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে ঐষধ কোম্পানীর প্রতিনিধিদের দ্বারা আমাদের আর ভোগান্তির শিকার হতে হবে না।