নিউজ প্রাচ্যের ডান্ডি: অন্তিম মূহুর্তে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র-১ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষন করেছেন মেয়র ডা: সেলিনা হায়াত আইভীর আস্থাভাজন ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো: কবির হোসাইন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় নাসিক ১৮ নং ওয়ার্ডে অবস্থিত তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।
নির্বাচনের আগ মূহুর্তে প্রার্থী হওয়া প্রসঙ্গে প্যানেল মেয়র-১ প্রত্যাশী কবির হোসাইন বলেন, এই নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোন প্রকার মনোনয়ন পত্র সংগ্রহ করতে হয় না। তারপরেও আমি এতো দিন বিষয়টি পর্যবেক্ষন করে অবশেষে এলাকাবাসীর দোয়া নিয়ে এই পদে প্রতিদ্বন্দীতা করার ইচ্ছা পোষন করেছি।’
তিনি আরো বলেন, ‘আমি আমার মেয়র মহোদয়ের পাশে থেকে এলাকাবাসী এবং নারায়ণগঞ্জ বাসীর উন্নয়নে কাজ করে যেতে চাই। মেয়র মহোদয় আওয়ামীলীগ মনোনীত মেয়র আর আমি অত্র ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারন সম্পাদক। তাই এলাকার উন্নয়নে আরো বেশী বলিষ্ঠ ভূমিকা রাখতে চাই। আমি আশাবাদী সহকর্মী কাউন্সিলররা দলমত শেষে আমাকে ভোট দিয়ে প্যানেল মেয়র-১ পদে নির্বাচিত করবেন।’
এসময় কবির হোসাইন সকলের দোয়া কামনা করেন।
উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় মাসিক সভা শেষে নগর ভবনে অনুষ্ঠিত হবে প্যানেল মেয়র নির্বাচন।