নিউজ প্রাচ্যের ডান্ডি: আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীদের সাথে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় সৌজন্য সাক্ষাত করে নির্বাচনের খোঁজ খবর নিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো: বাদল, যুগ্ম সম্পাদক ডা: আবু জাফর বিরু।
এ সময় তারা সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী এড. হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক প্রার্থী এড. মোহসীন মিয়াসহ প্যাণেলের প্রার্থীদের সাথে কথা বলেন এবং নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।
সোমবার (১৫ জানুয়ারী) দুপুরে তারা আদালত প্রাঙ্গণে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. আব্দুল লতিফ মিয়া, সহ-সভাপতি প্রার্থী এড. মো: ছালাহ্উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক প্রার্থী এড. মাহাবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রার্থী এড. জসীম উদ্দিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক প্রার্থী এড. মনিরুজ্জামান কাজল, ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রার্থী এড. মো. আবুল বাশার রুবেল, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রার্থী এড. মো: সাজ্জাদুল হক সুমন, লাইব্রেরী বিষয়ক সম্পাদক প্রার্থী এড. সুভাষ বিশ্বাস, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রার্থী এড. স্বপন ভূঁইয়া, সমাজ সেবা বিষয়ক সম্পাদক প্রার্থী এড. ইসরাত জাহান হক এবং কার্যকরী সদস্য পদ প্রার্থী এড. মো: মুশিউর রহমান, এড. রাশেদ ভূইয়া, এড. শোয়েব আহাম্মেদ শুভ, এড. আব্দুল মান্নান, এড. রোমানা আক্তারসহ আওয়ামী পন্থী আইনজীবীরা।