নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস ২০১৭ ইং উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ র্যালী বের হয়।
বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী নেতৃত্বে র্যালীতে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সহকারি ভূমি কমিশনার শাহিনা শবনম, বন্দর উপজেলা প্রকৌশলী রাজিউল্ল্যাহ, হিসাব রক্ষন কর্মকর্তা বজলুর রশিদ, পরিসংক্ষন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসি আরা, মৎস কর্মকর্তা জেসমিন, সমবায় কর্মকর্তা মাফরোজা আক্তার, প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ ফারুক আহাম্মেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। র্যালীটি বন্দরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।