নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: ‘আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশী পিপল’।
সোমবার দুপুরে বন্দরের পুরান বন্দর এলাকায় অবস্থিত মজিদ আয়েশা এডুকেশন ইনস্টিটিউট পরিদর্শনে এসে বন্দরের গর্ব চিকিৎসা বিজ্ঞানী ড. আব্দুল মজিদ মোল্লার আমেরিকান পুত্রবধূ এলিজাবেথ ওয়ান্স লায়লা এ কথা বলেন।
তিনি বাংলাদেশে শ^শুরালয়ে এই প্রথম আসেন। ড. আব্দুল মজিদ মোল্লা ও ডা. আয়েশা মজিদের ছেলে সাদি মোল্লা ১ বছর পূর্বে আমেরিকান মেয়ে এলিজাবেথ ওয়ান্সকে বিয়ে করেন। এলিজাবেথ ওয়ান্স ৫ বছর পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি তার শ^শুড়ের প্রতিষ্ঠিত মাদ্রাসা ঘুরে দেখে সন্তুষ প্রকাশ করেন। তিনি তার স্বামী সাদি মোল্লাকে সাথে নিয়ে প্রতিটি শ্রেনী কক্ষ ঘুরে দেখেন। শিক্ষার্থীরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি এলাকার দুস্থ মহিলাদের সুদমুক্ত আর্থিক সহায়তা করেন।
এ সময় চিকিৎসা বিজ্ঞানী ড. আব্দুল মজিদ মোল্লা, ডা. আয়েশা মজিদ, মাদ্রসার সভাপতি আলী হোসেন মোল্লাসহ মাদ্রাসা কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।