পাবনার আটঘরিয়ার চাঁদভা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ৯ শিশু শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়েছেন। তাদেরকে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮ জন ছাত্রী ও একজন ছাত্র রয়েছে।
আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হোসেন বলেন, সরকারি ভাবে প্রত্যেকটি বিদ্যালয়ে শনিবার থেকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। তবে শনিবার চাঁদভা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার এক পর্যায়ে কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তারা দ্রুতই সুস্থ হয়ে উঠবে বলে জানান তিনি।
অসুস্থরা হল পঞ্চম শ্রেণীর বৃষ্টি, রূপা, তানজিলা, সুম্মা, মায়া, আবির। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।