নিউজ প্রাচ্যের ডান্ডি: সোনারগাঁ থানার নাশকতার ও পুলিশের কাজে বাধা দেওয়ার দু’টি মামলায় জেলা যুবদল নেতা শহিদুল রহমান স্বপনকে কারাগারে করেছে আদলত।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসানের আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে তাকে প্রেরণ করেন।
শহিদুল রহমান স্বপনের পক্ষে আইনজীবী ছিলেন এড. সাখাওয়াত হোসেন, এড. মো. রোকন উদ্দিন, এড. মাসুম ও এড. রশিদ।
এড. সাখাওয়াত হোসেন খান জানান, নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার দু’টি মামলায় যুবদল নেতা স্বপন আদালতে আত্মসমর্পণ করেছেন। সে ১৪ ডিসেম্বর পর্যন্ত হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। আমরা জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দিয়েছেন।
এদিকে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আদালত প্রাঙ্গনে শতশত নেতাকর্মী নিয়ে মুক্তি দাবি করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ সহ সভাপতি আব্দুল কাদের, যুবদলের নেতা মাজেদ, আলমগীর স্বপন, আব্দুল্লাহ ও দুলাল।