নিউজ প্রাচ্যের ডান্ডি: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিট ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে নারাযণগঞ্জ ইউনিট যুব রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এই র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নারাণগঞ্জ ইউনিটের ইউনিট অফিসার মাহফুজা আক্তার লিমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, কার্যনির্বাহী সদস্য এডভোকেট নবী হোসেন, যুব প্রধান মোঃ হাবিবুর রহমান, মো: তাহের উদ্দিন আহমেদ সানি প্রমুখ ।
আলোচনা সভায় বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট সোইটি হচ্ছে আর্ত মানবতায় সেবায় নিবেদিত একটি প্রতিষ্ঠান। এই সোসাইটির প্রতিটি সদস্যকে মানব সেবার ব্রত নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। আর সেবা করার জন্য একটি সুন্দর মানষিকতার দরকার। অনেকে সামর্থ থাকার পরও সেবা করতে পারে না। কারন টাকা আয় করা সহজ, কিন্তু ব্যয় করা কঠিন। সবাই সৎ কাজে টাকা ব্যয় করতে পারে না।