নিউজ প্রাচ্যের ডান্ডি: নাসিকের কাছে রক্ষা পেল না শহরের ২নং রেল গেইট থেকে ১নং রেল গেইটের রেল লাইনের দুই পাশে বসা ক্ষুদ্র ফল ব্যবসায়ীরাও। রীতিমত তান্ডব চালিয়ে আবারও রেল লাইনের দুই পাশে বসা ফলের দোকানে উচ্ছেদ চালায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা।
শনিবার (১৩ জানুয়ারী) সকাল ১০ টায় শুরু হওয়া নাসিকের এই উচ্ছেদ অভিযান চলে দুপুর আড়াইটা পর্যন্ত।
এ সময় রেল লাইনের দুই পাশে বসা ফলের দোকানিদের মালামাল এবং কিছু দোকান টেনে হেঁচড়ে ভেঙ্গে সেগুলোকে নাসিকের ট্রাকে উঠিয়ে নিয়ে যেতে দেখা যায়। ফলের দোকানীরা নাসিকের লোকজন এবং পুলিশের হাতে পায়ে ধরেও রক্ষা করতে পারেনি তাদের মালামাল।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন পরিদর্শক রাশেদুল ইসলামের নেতৃত্বে নাসিকের লাল বাহিনীর পরিচ্ছন্ন কর্মীরা সকাল ১০ টায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) জয়নাল আবেদীন সহ একাধিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এরআগেও সম্প্রতি এই রেললাইনের দুই ধারে উচ্ছেদ চালিয়েছিল পুলিশ প্রশাসন।