নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের জামিন নামঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এবার আরো দু’টি নাশকতার মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ মার্চ) নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ুন কবির ফতুল্লা মডেল থানার দু’টি নাশকতার মামলায় পুলিশের আবেদনের শুনানী শেষে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
মামুন মাহমুদের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান জানান, ‘মামুন মাহমুদের জামিন আবেদন না মঞ্জুর করে আদালত ফতুল্লা থানার দু’টি মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
এরআগে, এরআগে, সোনরগাঁ থানার নাশকতার মামলায় উচ্চ অঅদালত থেকে মামুন মাহমুদ জামিন পেলেও কারাফটক থেকে আড়াইহাজার থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল।
পরবর্তীতে গত ১১ মার্চ আড়াইহাজার থানার মামলায় আদালত মামুন মাহমুদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।