নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
রোববার (২১ জানুয়ারি) উপজেলার বৈইলার কান্দী, নোয়াপাড়া ও গোপালদী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে একদল কুকুর হঠাৎ স্থানীয়দের উপড় আক্রমণ করে। এসময় কুকুরের আক্রমণে আহত হন নারী ও শিশুসহ ১২ জন। এসময় গ্রামের যুবকরা ধাওয়া কুকুরদের ধাওয়া করে আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভুঁইয়া জানান, আমরা কুকুরের কামড়ের ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। কাউকে ঢাকা যেতে হয়নি।