নিউজ প্রাচ্যের ডান্ডি, আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় সফিকুল ইসলাম কাজী (৫৫) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ছনপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সফিকুল কাজী উপজেলার কান্দাইল ছনপাড়া গ্রামের বাসিন্দা।
আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) রফিউদ্দৌলা জানান, সফিকুল তার বাড়ি থেকে গরু নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছে।