নিউজ প্রাচ্যের ডান্ডি: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ‘মিয়ানমারের মুসলমান নারী, পুরুষ ও শিশুদের উপর অং সান সুচির সামরিক জান্তাদের জুলুম-নির্যাতন, হত্যা, ধর্ষন ইতিহাসের সকল জুলুম আর নির্যাতনকে হার মানিয়েছে।’
সোমবার (১১ সেপ্টেম্বর) বাদ আছর শহরের ডিআইটি চত্বরে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলপূর্বক সমাবেশে তিনি একথা বলেন।
মুফতি মাসুম বিল্লাহ রোহিঙ্গাদের স্থায়ী সমস্য সমাধানে কফি আনান কমিশন বাস্তবায়নের দাবি জানিয়ে আরো বলেন, ‘রোহিঙ্গাদের নাগরকি সকল সুবিধা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের নেতৃত্বে শান্তিরক্ষী বাহিনী প্রেরন করতে হবে। রোহিঙ্গা অঞ্চলে অশান্তি সৃষ্টিকারী ঘাতক অং সান সুচির আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। অং সান সুচি বার বারই এ কথা বলছে যে “রোহিঙ্গারা মায়ানমারের নাগরিক নয়” বাঙ্গালী সন্ত্রাসী, যদি তারা বাঙ্গালী সন্ত্রাসীই হয় তাহলে আরাকান বাংলাদেশের অংশ এবং আরাকানকে বাংলাদেশে ফেরত দিতে হবে। না হলে প্রয়োজনে নাফ নদী পাড়ি দিয়ে মুসলমানরা আরাকানকে উদ্ধার করে রোহিঙ্গা মুসলমানদেরকে বুঝিয়ে দিবে।’
‘অং সান সুচির নোবেল পুরস্কার বাতিল করার দাবী জানিয়ে বাংলাদেশ সরকারকে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে অং সান সুচির বিরুদ্ধে মামলা করার আহবানও জানান তিনি।’ ‘জাতিসংঘকে দিয়ে সুমলমানদের কোন স্বার্থ রক্ষা হবে না। প্রয়োজনে মুসলিম রাষ্ট্রগুলোর সমন্বয়ে পৃথক মুসলিম জাতিসংঘ করার কথা বলেন তিনি। আগামী ১২ সেপ্টেম্বর রোহিঙ্গা উদ্বাস্তু শিবিরে ত্রান তৎতরতা ও লঙ্গরখানার কার্যক্রম শুরু এবং আগামী ১৩ সেপ্টেম্বর মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করা হবে জানান মাসুম বিল্লাহ।’
মিছিল পূর্বক বিক্ষোভ সমাবেশে এ সময় আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারন সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মুহা. নূর হোসেন, জেলার সাধারন সম্পাদক মুহা. আলী হোসেন কাজল মাষ্টার, নারায়ণগঞ্জ শহর শাখার সহ-সভাপতি মুহা. দেলোয়ার হোসেন, বন্দর থানার সাধারন সম্পাদক মুহা. আবুল হাসেম,ফতুল্লা থানার সাধারন সম্পাদক এড. শফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারন সম্পাদক ডাঃ মিজানুর রহমান, জাতীয় শিক্ষক ফোরামের নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব মাও. মুহা. আব্দুল হান্নান, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক আলহাজ্ব শেখ হাসান আলী, ই’শা ছাত্র আন্দোলন জেলার সভাপতি মুহা. মামুনুর রশিদসহ প্রমূখ। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের ডিআইটি চত্বর থেকে বের হয়ে নারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর মোড় ঘুরে ২নং রেল গেইট এলাকায় গিয়ে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় অং সান সূচির একটি কুশুপুত্তলিকা দাহ করেন তারা। এর আগে রোহিঙ্গা শ্বরনার্থীদের সাহায্যার্থে নগদ অর্থ উপস্থিত সকলের কাছ থেকে সংগ্রহ করা হয়।