নিউজ প্রাচ্যের ডান্ডি: কর্মফলের কৃতিত্ব স্বরূপ ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেলেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সেলিম মিয়া।
রবিবার (৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সেলিম মিয়াকে ইন্সপেক্টর র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মো: মঈনুল হক।
এসময়র উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শরফুদ্দীন।
পদোন্নতি প্রাপ্তির পর এক অনুভূতিতে সেলিম মিয়া বলেন, অনেক সাধনার পরে ৪ জুন এস আই হতে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলো। পুলিশ সুপার মহোদয় র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন। আল্লাহ্র দরবারে শুকরিয়া আদায় করছি।
তিনি বলেন, দ্বিতীয় শ্রেনী হইতে প্রথম শ্রেণীর কর্মকর্তা পদমর্যাদা প্রাপ্ত হওয়ায় আমার এই আনন্দ আমার নিজ গ্রাম বাহাড়া বাজার মাদ্রসা মাঠে উনত্রিশ রমজান এতিম অসহায় মানুষদের ইফতারি করানোর মাধ্যমে উপভোগ করার নিয়ত করেছি। আল্লাহ্ যেন আমার এ আশা পূরন করেন।
ব্যাক্তি জীবনে সেলিম মিয়া এক পুত্র ও দুই যমজ কণ্যা সন্তানের জনক।