নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: বন্দর থানা পুলিশ ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে । শনিবার বিকেলে বন্দর থানার বক্তারকান্দী এলাকা ও রাতে সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় বন্দর থানায় পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং-৫৭(৮)১৭ ও ৫৮(৮)১৭। জানা গেছে, বন্দর ফাঁড়ীর এএসআই সোহেলসহ তার সঙ্গীয় র্ফোস শনিবার বিকেলে বক্তারকান্দী এলাকায় মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযাান চলাকালে পুলিশ ১৪ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার আব্দুল আজিজ মিয়ার মাদক ব্যবসায়ী ছেলে জহিরুল ইসলাম কালুন (৩৩)কে গ্রেপ্তার করে।
শনিবার রাতে বন্দর থানার এএসআই ইলিয়াছ খানসহ তার সঙ্গীয় র্ফোস দড়িসোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ১৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী টুক্কু মিয়ার ছেলে বন্দর থানার একাধিক মাদক মামলার আসামী রবিউল ইসলাম (৪২)কে গ্রেপ্তার করে।
ধৃত ২ মাদক ব্যবসায়ীকে পৃথক ২টি মাদক মামলায় রোববার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।