নিউজ প্রাচ্যের ডান্ডি: আসন্ন ঈদের পূর্বে নারায়ণগঞ্জ কলেজের নির্মাণাধীন ১০ তলা ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজ সম্পন্ন করার তাগিদ দিয়েছেন কলেজটির পরিচালনা পর্ষদের সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
রবিবার (৪ জুন) বিকেল ৩টায় তিনি সরেজমিনে ভবনের নির্মাণ কাজের পরিদর্শন করেন। পরে কলেজের সম্মেলন কক্ষে পরিচালনা পর্ষদের মাসিক সভায় তিনি ঈদের পূর্বে ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজ সম্পন্ন করার তাগিদ দেন।
সেলিম ওসমান বলেন, কলেজে শিক্ষার্থীর তুলনায় আসন সংখ্যা অত্যন্ত সীমিত। এর মধ্যে একটি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে ক্লাস বন্ধ রয়েছে যার ফলে শিক্ষার্থীদের ক্লাস করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে নতুন ভবনটি নির্মিত হলে এ সমস্যার সমাধান হবে। তাই নির্মান কাজের গতি বাড়িয়ে আসন্ন ঈদের পূর্বে দ্বিতীয় তলার ছাদ ঢালাই সম্পন্ন করার তাগিদ দেন তিনি। এ ছাড়াও কলেজের শিক্ষার মান্নোয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি সেলিম ওসমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ কাজী চাঁদ সুলতানা, বিদ্যোৎসাহী সদস্য এম এ হাতেম, কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, হিতৈষ্যি সদস্য মোস্তফা কামাল, ডাক্তার শাহনেওয়াজ চৌধুরী, কলেজের উপাধক্ষ্য ফজলুল হক রোমন রেজা, শিক্ষক প্রতিনিধি আরিফ মিহির, রোকসানা করিম, প্রমুখ।