নিউজ প্রাচ্যের ডান্ডি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণেই বাংলার আপামর জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পরেছিল বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপার আক্তার হোসেন। রোববার (৭ মার্চ) বিকেলে ৭ই মার্চ ও এলডিসি থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে সোনারগাঁও থানা পুলিশের উদ্যোগে আনন্দ উদযাপন করা হয়েছে। সোনারগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোনারগাঁও উপজেলার কৃতি সন্তান ও পুলিশ সুপার ঢাকা রেঞ্জ আক্তার হোসেন আরও বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাংলার ইতিহাসে অন্যতম। তার ভাষণে বাংলার মুক্তিকামী জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পরেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ স্বল্পন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতি সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর ভাষণেই বাঙালী জাতি ঐক্য বদ্ধ হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। তার নেতৃত্ব এ দেশ ৪১ সালের আগেই উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে। আজ দেশে ৪ লেনের মহাসড়ক শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই। সোনারগাঁও থানার তদন্ত কর্মকর্তা তবিদুর রহমানের সঞ্চালনায়,. নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) টি এম মোশাররফ হোসেন, সোনারগাও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গনীসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।