নিউজ প্রাচ্যের ডান্ডি:উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা হচ্ছে দূর্নীতি বলে মন্তব্য করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার বজলুর রহমান চৌধুরী।
তিনি বলেন, ‘দূর্নীতিমুক্ত সমাজ গড়া আমাদের জন্য চ্যালেঞ্জিং বিষয়। আর এই দূর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।’
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে দেওভোগ এলাকার বিদ্যানিকেতন স্কুলে মিলনায়তনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সততা স্টোরের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার বজলুর রহমান চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের অনেক উন্নতি হয়েছে কিন্তু মূল্যবোধের অবক্ষয় রয়েছে। তাই সমাজে মেধাবীদের পাশাপাশি ভাল মানুষেরও প্রয়োজন রয়েছে।’
বিদ্যানিকেতন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি কাশেম হুমায়ুনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার মঈনুল হক ও দূর্নীতি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার।
বজলুর রহমান চৌধুরী বলেন, ‘আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করি না। কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর কথা চিন্তা করে সবাইকে নিয়ে ভাববার চেষ্টা করতে হবে। আমরা যেন জীবনের সকল ক্ষেত্রে সততার পরিচয় দিতে পারি সেই ব্যবস্থা করতে হবে। আর এজন্য সামাজিক কাজগুলো বেশি বেশি করতে হবে। ’
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদ্দিন হায়দার, সদর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসনিন জেবিন বিনতে শেখ, দূর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোর্শেদ আলম, নারায়ণগঞ্জ জেলা সাধারন সম্পাদক বাবুল কৃষ্ণ সাহা, বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহা, পরিচালনা পরিষদ সদস্য কাশেম জামাল ও আব্দুস সালামসহ অন্যান্য সদস্যরা।
বিশেষ অতিথির বক্তব্যে রাব্বী মিয়া বলেন, ‘েকামলমতি শিশুদের সঠিক পথ দেখানো আমাদের দায়িত্ব। পরিবারের সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানদেরকে সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলা। আমরা ভবিষ্যত প্রজম্মের জন্য বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ পরিণত করে যেতে চাই। তাহলে তারা আমাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।’
পুলিশ সুপার বলেন, ‘জীবন চর্চার প্রতিটি পর্যায়ে নিজের সর্বাগে¦ সৎ থাকতে হবে। আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আজকের তরুণ প্রজন্মই দেশের মুখকে উজ্জল করবে। আর এজন্য আমাদেরকে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’