নিউজ প্রাচ্যের ডান্ডি: সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা পুলিশ সুপারের সাথে ওয়্যারলেসে অসদাচরন ও দায়িত্বে অবহেলার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইন চার্জ মীর শাহীন শাহ্ পারভেজকে পুলিশ লাইন্সে তাৎক্ষনিক প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
এসপি অফিস সূত্রে জানাগেছে, এদিন সকালে শুভ বড়দিন উপলক্ষে নগরীর বি. বি. রোডস্থ সাধু পৌলের গীর্জায় ডিসি এসপির আগমনের পূর্বে ফুটপাত দখল মুক্ত ও নিয়মিত নজরদারী রাখতে ওয়্যারলেসে নির্দেশনা দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: মোস্তাফিজুর রহমান। তখন পাল্টা ম্যাসেজে সদর মডেল থানার ওসি মীর শাহীন শাহ্ পারভেজ মন্তব্য করেন, ‘সদর ওসি হয়েছি বলে কি আমাকে ফুটপাত দেখতে হবে নাকি?’
এরপর তাৎক্ষনিক অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মো: মোস্তাফিজুর রহমান নগরীর বি. বি. রোডস্থ সাধু পৌলের গীর্জায় এসে শুভ বড়দিনের নিরাপত্তায় নিয়োজিত সদর মডেল থানার ওসিকে ‘বেয়াদব’ বলে শাসিয়ে তাকে পুলিশ সুপারের নির্দেশে সাময়িক প্রত্যাহার করার কাগজ বুঝিয়ে দেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে এসপি হিসেবে সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান নিউজ প্রাচ্যের ডান্ডিকে বলেন, ‘দায়িত্বে অবহেলার কারনে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজকে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।’
আর ওয়্যারলেসে তার নির্দেশই ওসির অমান্য করার সত্যতাও স্বীকার করেন মোস্তাফিজুর রহমান।