ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনার বেঁধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে মুন্সিগঞ্জ জেলা পুলিশ। সোমবার একুশে ফেব্রুয়ারি’র প্রথম প্রহরে মুন্সিগঞ্জ সদর কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার ( হেড কোয়ার্টার ) মো আদিবুল ইসলাম, ডিএসবি ইন্সপেক্টর হেলালসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় শহিদমিনারের পাশেই ‘মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’ ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ গাণ পরিবেশন হচ্ছিলো।