প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর কমর আলী হাই স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর মা-বাবা হারা এতিম শিক্ষার্থী নাসরিন আক্তারের পাশে দাঁড়ালো নারায়ণগঞ্জ জেলা রির্পোটার্স ইউনিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) দুপুর ১২ টায় কমর আলী হাই স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ প্রফেসর নৃপেন্দ্র নাথ ভদ্রের কক্ষে নাসরিনের হাতে ভর্তির পুরো ১ হাজার ৮শ ১০ টাকা হাতে তুলে দেয়া হয়। এছাড়াও মাসিক বেতন পুরোটা মওকুফ ও বিনাবেতনে কোচিং করার ব্যবস্থা করে দেন সংগঠনের নেতৃবৃন্দরা। নারায়ণগঞ্জ জেলা রির্পোটার্স ইউনিটির সভাপতি শহীদুল্লাহ রাসেল, সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন লিটনের নেতৃত্বে অর্থ প্রদান কালে আরও উপস্থিত ছিলেন, স্কুলের অধ্যক্ষ প্রফেসর নৃপেন্দ্র নাথ ভদ্র, উপাধ্যক্ষ আল মামুন, সহকারী প্রধান শিক্ষক আব্দুল জলিল, ম্যানেজিং কমিটির সদস্য শাহ আলম, রির্পোটার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি সোহেল আহম্মেদ, অর্থ সম্পাদক লিটন হোসেন গাফফার, কার্যকরী সদস্য রফিকুল্লাহ রিপন,সদস্য মোঃ সুলতান, মাই টিভির মোঃ সাহাব উদ্দিন, সহকারী শিক্ষক সায়েম হোসেন প্রমুখ।
অধ্যক্ষ নৃপেন্দ্র নাথ ভদ্র জানান, আমার হাত পা বাধা ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভর্তিতে কোন ছাড় নেই বলে দুঃখ প্রকাশ করেন।
পরে নেতৃবৃন্দ ভর্তির সম্পূর্ন টাকা নাসরিন আক্তার ও অধ্যক্ষের হাতে তুলে দেন। নাসরিনের মা পারভীন আক্তার ও বাবা জলিল মিয়া খুব ছোট রেখে মারা যান। খালা স্বপ্না বেগমের কাছে থাকেন। চাদপুর জেলার পুরানবাজার বর্তমানে সস্তাপুরে বসবাস করে। খালা গার্মেন্টস শ্রমিক।