নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ^াস ও গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশাদ আলীর মতো এবার অনুষ্ঠানের মঞ্চে বসে ঘুমিয়ে পরলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। নারায়ণগঞ্জ সদর উপজেলার সকল বিভাগের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মাসিক সমন্বয় সভায় ঘটে এই ঘটনা।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জেবিন বিনতে শেখ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান।
সরেজমিনে সভাস্থলে দেখা যায়, সভায় আগত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের বক্তব্য প্রদানকালে মঞ্চে বসে ঘুমিয়ে পরেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। মাইকে গুরুত্বপূর্ণ সব বক্তব্য একটুও ব্যাঘাত ঘটাতে পারেনি তার ঘুমে। যা দেখে উপস্থিত অনেকের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।
প্রসঙ্গত, অনুষ্ঠানের মঞ্চে বসে ঘুমিয়ে পরার ঘটনা ইতিপূর্বে ঘটিয়েছে ননারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ^াস ও গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশাদ আলী। স্থানীয় গনমাধ্যমে এর সচিত্র খবরও প্রকশিত হয়েছে। এবার তাদের দলে যোগ দিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির।