নিজস্ব সংবাদদাতা : ফতুল্লার কমর আলী উচ্চ বিদ্যালয়ে এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী সাথী আক্তার (১৬) কে জোরপূর্বক অপহরন করেছে মো. রুবেল (২০) ও তার পরিবার । এ ঘটনায় গত ৪ মার্চ ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছে সাথীর বাবা আবুল বাশার ।
এ অভিযোগ সূত্রে জানাযায়, ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকায় ভাড়া থাকে আবুল বাশার ও তার পরিবার। সে কিশোরগঞ্জ জেলার হোসাইনপুর থানার পানাম এলাকার মো.মহসীন মিয়ার ছেলে। আবুল বাশারের মেয়ে সাথী আক্তার সদর উপজেলা সস্তাপুর কমর আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে দশম শ্রেনিতে পড়ালেখা করে আসছে। তার স্কুলে আসা যাওয়ার পথে লাপাড়া এলাকার মো.শহর আলীর ছেলে রুবেল বিভিন্ন সময় বিভিন্ন ভঙ্গিতে প্রেম নিবেদন করে আসছে সাথীর কাছে। সাথী তার প্রস্তাবে রাজি না হওয়ায় ভয়ভীতি দিয়ে গত ২৪ ফেব্রুয়ারী সাথীকে জোরপূর্ব তুলে নেয়। এরপর রুবেলের বাবা মায়ের কাছে গেলে সাথীর পরিবার কে মালমন্দ করে।
এলাকাবাসীর দাবী সাথীকে অপহরন করেনি, সে নিজে স্বেচ্ছায় রুবেলের প্রেমের টানে তার কাছে চলেগেছে।