নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল ) সকাল থেকে শহরের উকিলপাড়া রেললাইনসহ বিভিন্ন এলাকায় গরীব অসহায় মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্রসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু ও পেঁয়াজ।
জেলা যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ এবং শ্রমিক দল নেতা আশিক এসব খাদ্য সামগ্রী স্থানীয় বিএনপির নেতাকর্মীদের কাছে পৌঁছে দেন। পরে টিমওয়ার্কের মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা গরীব অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
বর্তমান করোনা পরিস্থিতিতে সকলকে ঘরে থাকতে আহবান জানিয়ে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে ঘরে থাকতে হবে। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া যাবে না। নিজে সুস্থ্য থাকুন, অপরকে সুস্থ্য রাখুন। সচেতনতার সাথে নিরাপদ থাকার কোন বিকল্প নেই। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এ সংকট মোকাবেলা করবো, করোনা ভাইরাসকে প্রতিহত করবো। আল্লাহ সকলকে হেফাজত করুন, আমিন।