নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় যুবসংহতি সভাপতি সফি ঢালীর নব র্নিমিত মার্কেটে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজাউক কর্মকর্তারা। উচ্ছেদ অভিযানের সময় অসাবধনতা বসত ধ্বংসপ্রাপ্ত দোকানের ইট মাথায় ধ্বসে পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন রক্তাক্ত জখম হয়।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানার ফরাজিকান্দাস্থ ঢালীবাড়ী এলাকায় উচ্ছেদ অভিযানের সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বন্দর থানার ফরাজিকান্দাস্থ ঢালী বাড়ী এলাকার জাতীয় পার্টি নেতা সফি ঢালী সাথে একই এলাকার প্রভাবশালী মোহাম্মদ হোসেন সানা মিয়া ও তার ছেলে তমালের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে উভয় মধ্যে বহুবার বাকবিতন্ডের ঘটনা ঘটে। জাপা নেতা সফি ঢালী তার সম্পত্তির উপর র্মাকেট নির্মান করলে প্রতিপক্ষরা এ ব্যাপারে রাজাউক কাছে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে রাজউক কর্মকর্তা আশিক কুমার সাহা ও নির্বাাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন মঙ্গলবার দুপুরে ফরাজিকান্দা এলাকায় জাপা নেতা সফি ঢালী নব র্নিমিত র্মাকেটে উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
উচ্ছেদ অভিযানের সময় অসাবধনতা বসত ধ্বংসপ্রাপ্ত দোকানের ইট মাথায় ধ্বসে পরে র্নিবাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন আহত হয়।
এ ব্যাপারে জাপা নেতা শফি ঢালী জানিয়েছে, গত ৬ বছর পূর্বে দুলু মিয়ার মায়ের কাছ থেকে ১ শতাংশ ২৮ পয়েন্ট জায়গা আমি ক্রয় করি। ক্রয়কৃত জায়গার উপর আমি দোকান নির্মাান করলে প্রতিপক্ষরা রাজউকে অভিযোগ করে আমার দোকান উচ্ছেদ করে।