নিউজ প্রাচ্যের ডান্ডি, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে শিমরাইলস্থ ডিএনডি পাম্প হাউজ পরির্দশন করেন নাসিক ১নং ওর্য়াড কাউন্সিলর হাজী ওমর ফারুক ও ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন।
শনিবার (২৬ আগষ্ট) দুপুরে এই দুই কাউন্সিলর পাম্প হাউজ পরির্দশন করেন এসময় তারা বলেন ডিএনডি বাধেঁর অভ্যন্তরে পানিবন্দি হয়ে সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী ডিএনডি নিচু এলাকার বহু বাাড়িঘর, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, তলিয়ে গেছে পানিতে।
প্রায় ৪ মাস যাবত ডিএনডিবাসী জলাবদ্বতার মধ্যে পানিবন্দি হয়ে দূর্বিষহ জীবন যাপন করছে। এ অবস্থা থেকে এলাকাবাসীকে মুক্ত করতে হবে। নির্বহী পৌকশলী আবু তালেব কাউন্সিলর দের বলেন কোরবানি ঈদের আগেই আশা করছি ঘরবাড়ি ও উঠানের পানি নেমে যাবে। এখন আমাদের ২টি পাম্প সচল আছে কাল থেকে ৩টি পাম্পই সচল থকবে। এসময় অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন হাজী জহিরুল ইসলাম, আবুল হোসেন, আক্তার হোসেন ও জসিমউদ্দিন প্রমূখ।