নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের অসহায় ও হতদরিদ্র ৪০ জনের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে।
নগরীর লায়ন্স চক্ষু হাসপাতালে তিনদিন পর্যায়ক্রমে ৪০ জনের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের শেষ দিন ছিল বুধবার। বিনামূল্যে চোখের ছানি অপারেশনের এই আয়োজন করেছে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধানের সার্বিক তত্ত্বাবধানে এবং চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা: হামেদুল হকের পরিচালনায় বিনামূল্যে ছানি অপারেশনের পাশাপাশি বিনামূল্যে ঔষুধও বিতরণ করা হয়।
এসময় কাউন্সিলর শফিউদ্দিন প্রধান উপস্থিত থেকে রোগীদের অপারেশন করার পাশাপাশি সেবায় নিয়োজিত ছিলেন। রোগীদের হাতে হাতে ঔষুধ ও চশমাসহ প্রয়োজনীয় সামগ্রী পৌছে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মদিনা অপটিকেলের পরিচালক কামাল উদ্দিনসহ লায়ন্স চক্ষু হাসপাতালে কর্মকর্তা বৃন্দরা।
এর আগে ১৪ নং ওয়ার্ডের অসহায় ও হতদরিদ্র প্রায় ২৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়। পাশাপাশি ৪০জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছিল। বুধবার সেই ৪০ জনের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে ।