নিউজ প্রাচ্যের ডান্ডি: নাশকতার মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামানসহ রূপগঞ্জের ৭৭ নেতাকর্মীকে দেড় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. মাহফুজুর রহমান হুমায়ুন জানান, সম্প্রতি নাশকতার মামলায় জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরকে প্রধান আসামী করে ৭৭ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে রূপগঞ্জ থানার উপপরিদর্শক সাব্বির আহম্মেদ।
সোমবার দুপুরে আসামী পক্ষের আইনজীবী ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন হাইকোর্টে জামিন চাইলে হাইকোর্টের বিচারক দেড় মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।