নিউজ প্রাচ্যের ডান্ডি: মিয়ানমারের রাষ্ট্র প্রধান অং সান সুচির শান্তিতে পাওয়া নোবেল পুরস্কারটি কি অশান্তির জন্য ছিল কিনা, জানতে চেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান।
মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রশ্ন করেন।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি সভাপতি কাজী মনিরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সহ-সভাপতি এড. আবুল কালাম আজাদ বিশ^াস, জেলা মহিলা দলের সভাপতি নুরুন্নাহার বেগম, সাধারন সম্পাদক রহিমা শরীফ মায়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি আব্দুল হাই রাজু, সোনারগাঁ থানা বিএনপির সভাপতি খন্দকার আবু জাহের, রূপগঞ্জ থানা বিএনপির সাধারন সম্পাদক এড. মাহফুজুর রহমান হুমায়ুন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজ্বী ওমর আলী, কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুল আলম রিপন, যুবদল নেতা সাজেদুল ইসলাম সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান রনি প্রমুখ।
কাজী মনির বলেন, ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন ৭১ সালের পাক হানাদার বাহিনীর চেয়ে কম নয়। তাই মানবতা রক্ষার্থে বিশে^র বিবেকবান মানুষের এগিয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘পররাস্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে মুসলিম রোহিঙ্গা নির্যাতনের বিষযটি ওআইসিকে জানাতে হবে এবং বাংলাদেশ সরকারকে এই দায়িত্ব পালন করতে হবে।’
মুসলিম রোহিঙ্গা নির্যাতনের ঘটনার পরেও মানবতার জন্য কাজ করা রেডক্রস এখনো এগিয়ে না আসায় ক্ষোভ প্রকাশ করেন কাজী মনির। সুচির নোবেল পুরস্কার কি অশান্তির জন্য? প্রশ্ন রেখে তিনি বলেন, ‘একজন মানুষকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে না দিয়ে মানবতা রক্ষা করতে হবে।’