নিউজ প্রাচ্যের ডান্ডি, রূপগঞ্জ প্রতিনিধি: নাশকতার অভিযোগে জেলা বিএনপির সভাপতি কাজী মনির, কেন্দ্রীয় যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুসহ ৭৭ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতসহ ১২৭ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
রবিবার (৪ ফেব্রুয়ারী) রাতে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক সাব্বির হোসেন বাদী হয়ে থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলায় কাঞ্চন পৌরসভার মেয়র আবুল বাশার বাদশাসহ বিএনপি ও এর সহযোগি সংগঠনের ৭৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
মামলার সত্যতা স্বীকার করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন।
মামলায় অভিযোগের বরাত দিয়ে তিনি জানান, কাঞ্চন পৌরসভার উত্তরা ঝুটমিলের বালুর মাঠে আসামীরা গোপন বৈঠকে মিলত হয়। তাঁরা নাশকতার পরিকল্পনা করছিলো। এমন সংবাদে পুলিশ অভিযান চালালে আসামীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এসময় মেয়র আবুল বাশার বাদশাসহ চার জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।