নিউজ প্রাচ্যের ডান্ডি: রূপগঞ্জে মনির হোসেন (২৫) নামে এক যুবলীগ নেতার গলাকাটা অবস্থায় বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব খালপাড়ের মাটি খুঁড়ে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
মনির হোসেন ওই এলাকার সেরাজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার দুই নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
ভোলাব পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সেলিম মিয়া জানান, গত ৯ আগস্ট রাতে মনির হোসেন নিখোঁজ হন। অনেক খুঁজেও তাকে না পেয়ে ১২ আগস্ট তার স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ৭ সেপ্টেম্বর সাধারণ ডায়েরিটি মামলা হিসেবে রুজু করা হয়। ওই মামলায় আসামি করা হয় বিরাব খালপাড় এলাকার তাহাজ উদ্দিনের ছেলে আজিজুল হক, শান্তিপুর এলাকার মজিবুর রহমানের ছেলে সিয়েম, বোরহান উদ্দিনের ছেলে বাদল, লতিফ মিয়ার ছেলে জসিম ও বিরাব এলাকার খালেক মিয়ার ছেলে মামুনকে।
পরবর্তীতে শনিবার (৭ অক্টোবর) রাতে মামলার প্রধান আসামি আজিজুল হককে হবিগঞ্জ জেলার বানিয়ারচর উপজেলার বড় বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আজিজুলের স্বীকারোক্তি অনুযায়ী মনির হোসেনের মরদেহটি খালপাড় এলাকার পুকুরপাড়ের মাটি খুঁড়ে উদ্ধার করে পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে মনিরকে গলা কেটে হত্যা করেছেন বলে স্বীকার করেছন গ্রেপ্তারকৃত আজিজুল হক।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।