নিউজ প্রাচ্যের ডান্ডি: নগরীর কালীরবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেছে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই দূর্ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
বুধবার (৭ মার্চ) ভোর ৪টায় নগরীর কালীরবাজারস্থ লুৎফর মিয়ার মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৩টি স্টেশনের ৬টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকান্ডে সপ্তরং দোকানের প্রায় ২৫ লাখ টাকার রঙ, জামাল রেক্সিন হাউজের দুই দোকানের প্রায় ২০ লাখ টাকার মালামাল, আরএফএল এর একটি শো-রুম, বাশার শো-রুম, কালাচাঁন মিয়ার মনোহারী সামগ্রীর দোকানসহ ৮টি দোকান ভস্মীভূত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে লুৎফর মিয়ার মার্কেটে হঠাৎ আগুন দেখে স্থানীয়রা দৌড়ে এসে নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় ৮টি দোকান।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স মন্ডলপাড়া স্টেশনের ফায়ারম্যান গোলাম মোস্তফা জানান, ভোরে আগুনের সংবাদ পেয়ে তিনটি স্টেশনের ৬টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে তাঃক্ষনিক আগুনের সুত্রপাত জানা না গেলেও এতে কেউ হতাহত হয়নি।
তিনি আরো জানান, অগ্নিকান্ডে ৮টি দোকানের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।