নিউজ প্রাচ্যের ডান্ডি, ফতুল্লা প্রতিনিধি: কাশিপুর এলাকা থেকে ১২০ ক্যান বিয়ারসহ কৃষকলীগ নেতার পুত্র মাদক বিক্রেতা দাউদ ইব্রাহিমকে (২৮) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কাশিপুর এলাকায় কৃষকলীগ নেতা ইকবাল শেখের মেয়ের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ঘরের মধ্য থাকা আলমারীর ভেতর থেকে ১২০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এসময় ইকবাল মিয়ার ছেলে দাউদ ইব্রাহিমকে গ্রেফতার করে পুলিশ। তখন দাউদের অপর ৩ সহযোগী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইন চার্জ কামাল উদ্দিন বলেন, দাউদ একজন পেশাদার মাদক বিক্রেতা। দীর্ঘদিন যাবৎ তার গতিবিধি আমাদের নজরে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।