নিউজ প্রাচ্যের ডান্ডি: সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জণগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে ব্রান্ডিং বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ আক্টোবর) সকাল ১১ টায় কাশিপুর ইউনিয়ন পরিষদের অডিটরিয়ামে সকাল ১১টায়, কাশিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজ¦ী আইয়ুব আলীর সভাপতিতে¦ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপ-পরিচালক বিআরডি হাফিজুর রহমান ভূইয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে স্থানীয় ইউপি পরিষদের সদস্যদেরকে সরকারের উন্নয়নমূলক কার্যক্রমগুলো জনগণের সামনে তুলে ধরার আহবান জানান এবং ইউনিয়ন পরিষদে জনগণের সেবার মানকে আরো গতিশীল করার আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আলহাজ¦ শামীম আহমেদ, ইউপি সদস্য শামীম আহমেদ, ইমদাদুল হক খোকা, জাকির হোসেন ডালিম সিকদার, আমির হোসেন, মহিলা ইউপি সদস্য হেলেনা আক্তার, মরিয়ম আক্তার, রাবেয়া আক্তার রিমা, ইউপি সচিব বাহাউদ্দিন আহমেদ।