নিউজ প্রাচ্যের ডান্ডি: ফতুল্লার কাশীপুরের বাংলাবাজার সরদার বাড়ি এলাকার আকরাম হোসেন জিদান (২০) নামে এক মানসিক প্রতিবন্ধী তরুণ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ কিশোরের বাবা সিরাজুল ইসলাম ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী কেেছ যার নং-১১৫৮।
সাধারণ ডায়েরী সূত্রে জানাগেছে, গত ২২ আগস্ট সন্ধ্যায় আকরাম হোসেন জিদান বাসা থেকে বাহির গেলে নির্দিষ্ট সময়ে সে আর বাড়িতে ফিরে আসে না। এদিকে, আকরাম হোসেন জিদান মানসিক প্রতিবন্ধী হওয়ায় তাকে চিন্তিত পরিবারের সদস্যরা।
জিদানের উচ্চতা আনুমানিক ৫ফুট ৬ইঞ্চি, স্বাস্থ্য-মিডিয়াম, গায়ের রং-ফর্সা, গালে দাড়ি ও গোফ আছে। মাথায় কালো চুল এবং পরনে ছিল সবুজ গেঞ্জি ও কালো হাফ প্যান্ট।
কেউ আকরাম হোসেন জিদানের সন্ধান পেলে ০১৮১৯৮৫২৭৮২ নাম্বারে যোগাযোগের অনুরোধ করেছেন তার পরিবার।