নিউজ প্রাচ্যের ডান্ডি: বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রায় বহাল থাকায় কৃতজ্ঞতা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দরা।
গত ৩ জুলাই ১নং কোর্টের লিষ্ট নং-৫৪ সি.পি মামলা নং-৬১৮/২০১৬ এর শুনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-বি ৪৯৪ কর্তৃক দায়েরকৃত আপিল মামলাটি ডিসমিস করে চূড়ান্ত ভাবে রায়টি প্রদান করা হয়। রায়ে ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বি-৪৯৪ মহামান্য হাইকোর্টের দেওয়া বিগত ২০১৫ সালের ১৫ ডিসেম্বর রীট পিটিসন নং-১৬২৫/২০০১ রায় বহাল থাকে।
শনিবার (১৫ জুলাই) সকাল ১১ টায় এরই প্রেক্ষিতে কৃতজ্ঞতা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং-৩৮১০ এর প্রধান কার্যালয় কেন্দ্রীয় বাস টার্মিনাল হোটেল সুরমার ২য় তলায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত সংবাদ সম্মেলনে একটি লিখিত বক্তেব্য পাঠ করে শ্রমিকরা জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্টর ১নং আদালত কোর্ট লিষ্ট নং-৫৪ (কার্য তালিকায়) বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-বি-৪৯৪ কর্তৃক মহামান্য হাইকোর্টের দেওয়া রায় ঢাকা জেলা শ্রমিক ইউনিয়ন বি-৪৯৪ আদাশের বিরুদ্ধে আপিল করেন। আপিলটি প্রথম সি.এম.পি নং-০৬/১৬ তারিখ ২৮/০২/২০১৬ ইং। পরবর্তীতে আপিল মামলা নং- সি.পি ৬১৮/১৬ শুনানীর শেষে আপিলটি ডিসমিস করে খারিজ করে রায় প্রদান করেন।
রায় প্রদান হওয়ায় নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং- ৩৮১০) আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, এই রায়ে সকল শ্রমিক সংগঠন সমূহের সংগঠকদের আইনের প্রতি শ্রদ্ধা ও ভবিষ্যতে শ্রমিকদের উন্নয়নের চলার পথে মাইল ফলক দৃষ্টান্ত থাকবে।
বাংলাদেশ শ্রমিক ফেডারেশন শ্রমিক ইউনিয়ন বি-৪৯৪ এর বিরুদ্ধে অকার্যকর রায় হওয়ার পর ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ৪৯৪ এর সভাপতি ছিলেন সফর আলী ভূইয়া এবং সাধারন সম্পাদক ছিলেন আব্দুর রহিম মুন্সী।
উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি আবু তাহের। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারন সম্পাদক মোস্তফা ভান্ডারী।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি কোরবান আলী, যুগ্ন সম্পাদক নবী হোসেন, দপ্তর সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক মাসুদ বিল্লাল। জাতীয় শ্রমিক পার্টির নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক আবুল খায়ের ভূইয়া, জাতীয় শ্রমিক পার্টির নারায়ণগঞ্জ জেলাও শ্রমিক নেতা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মোয়াজ্জেম হোসেন, সভাপতি বিএলএফ নারায়ণগঞ্জ আবু জাফর মোঃ আসলাম, শ্রমিক নেতা দুদু হোসেন, সম্মিলিত হকার্স শ্রমিক কল্যাণ পরিষদের জেলা সভাপতি মোঃ সবুর হোসেন স্বপন, বাংলাদেশ মানবাধিকার নারায়ণগঞ্জ মহানগর সাধারন সম্পাদক এম আর হায়দার রানা ও ৭৪ সংগঠনের নেতা রিয়াকত হোসেন বেপারী সহ প্রমূখ।