নিউজ প্রাচ্যের ডান্ডি: মহান বিজয় দিবস ২০১৭ উপলক্ষে ক্রীড়া অনুষ্ঠান, আলোচনা সভা বর্ণাঢ্য নানা আয়োজনে দিনটি পালন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
শনিবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হয় নানা ধরনের খেলাধুলা, আলোচনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহসর্ধীনি ও নারায়ণগঞ্জ লেডিস ক্লাবের সভানেত্রী বেগম নাজমুন নাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সহধর্মীনি বেগম রওশন হাসান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনিম জেবিন বিনতে শেখ, নারায়ণগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম, সাধারন সম্পাদিকা আঞ্জুমান আরা আকসির, সহ-সাধারন সম্পাদিক রোকসানা কবির, আঞ্জুমান আরা ভূইয়া ও এড. হাসিনা পারভীন সহ প্রমূখ।
মহিলাদের ক,খ,গ তিনটি গ্রুপে খেলোয়াররা বিভিন্ন খেলায় অংশ গ্রহন করেন। পরে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরন করেন ডিসির সহধর্মীনি নাজমুন নাহার এসপির সগধর্মীনি বেগম রওশন হাসান।