নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় খন্দকার নামের একটি ডকইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন।
শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৮ টায় বন্দর খেয়াঘাট সংলগ্ন খন্দকার ডকইয়ার্ডে জাহাজ নির্মানে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় এ বিস্ফোরনের ঘটনা ঘটে।
গুরুতর দ্বগ্ধ অবস্থায় ৪ শ্রমিককে প্রথমে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত শ্রমিকরা হলেন, বিল্লাল (৪০), সোহরাওয়ার্দী (৩৫), কবির (২৮), হাসিম (৪০)। তারা খন্দকার ডকইয়ার্ডে ওয়েল্ডিংয়ের কাজ করতো।
জাহাজের ম্যানেজার আসলাম জানিয়েছেন, নির্মানাধীন জাহাজটির দ্রুত কাজ শেষ করার জন্য এ জাহাজের কন্ট্রাকটার বাদশা মিয়া পাশের খান ডকইর্ডের কর্মরত ওই চার শ্রমিককে ওভারটাইমে কাজ করাচ্ছিল। শুক্রবার সকালে জাহাজে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতার কারনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে চার শ্রমিক দ্বগ্ধ হয়।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ডকইয়ার্ডে বিস্ফোরনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে খোঁজ নিয়ে প্রাথমিক ভাবে জানতে পেরেছে গ্যাস সিলিন্ডারের পাইপে লিকেজ থাকায় অসাবধানতার কারনে বিস্ফোরনের ঘটনা ঘটেছে।