নিউজ প্রাচ্যের ডান্ডি, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-আহবায় মাজহারুল হক ময়ূর।
সোমবার এক বিবৃতিতে মাজহারুল হক ময়ূর বলেন মিয়ানমার থেকে পালিয়ে আশা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাওয়ার পথে বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালানো হয়েছে। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি গাড়ি এসব গাড়ির বেশিরবাগই গনমাধ্যেম কর্মীদের। শনিবার বিকেল পৌনে ৫টায় দিকে ফেনির ফতেপুর এলাকায় এ হমলা চালানো হয় এসময় বিএনপির নেতাকর্মী ও সাংবাদিকসহ অর্ধশত ব্যাক্তি আহত হন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।