নিউজ প্রাচ্যের ডান্ডি: সিলেটে মাজার জিয়ারতের লক্ষ্যে ঢাকা গুলশান থেকে গাড়ীযোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ হয়ে যাওয়ার পথে আড়াইহাজারে মহাসড়কে তাকে স্বাগত জানানোর সময় কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় তাকে আটক করা হয়।
দলীয় সূত্রে জানাগেছে, নজরুল ইসলাম আজাদ বিএনপি চেয়ারপার্সনকে স্বাগত জানাতে নেতাকর্মীদের নিয়ে সিলেটমুখী আড়াইহাজার মহাসড়কে অবস্থান করাকালীন সময় পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।