নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মঈনুল হক বলেছেন, ‘খেলাধূলার মাধ্যমেই যুব সমাজকে মাদক ও সন্ত্রাসীমূলক কর্মকান্ড থেকে বিরত রাখা সম্ভব। তাই বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি হওয়ার পর থেকেই আমাদের আইজিপি স্যার কাবাডি খেলার মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।’
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে আইজিপি কাপ যুব কাবাডি টুর্নামেন্টের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নারায়ণগঞ্জ জেলাধীন সাতটি থানার অধীনে যুবকরা এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করেছেন। উদ্বোধনী দিনে রূপগঞ্জ থানাকে হারিয়ে বিজয়ী হন ফতুল্লা মডেল থানা টিম।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, (ডিএসবি) মো: ফারুক হোসেন, (ক-সার্কেল) মো: শরফুদ্দিন, ডিবির ওসি মো: মাহবুবুর রহমান, সদর মডেল থানার ওসি মীর শাহীন শাহ্ পারভেজ, ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিনসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।