২০২২ সালের ২৩’শে জানুয়ারী পুলিশ সপ্তাহ’র উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন সকল পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন । উর্ধতন কর্মকর্তাদের সেই দিক নির্দেশনাকে মেনে গজারিয়া থানার ওসি রইছ উদ্দিন তার থানার সকল পুলিশ সদস্যদের সাথে আলোচনা করেন। একইসাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন প্রতিনিয়তই। সেই দিক নির্দেশনার সুফল মিলেছে পুলিশ সপ্তাহ’র পরবর্তী সময়ে জানুয়ারী মাসের শেষ সপ্তাহে। যেখানে মাত্র সাতদিন’র ব্যবধানে মুন্সিগঞ্জের গজারিয়ায় থানাধীন এলাকা থেকে বিভিন্ন মামলার পলাতক পাঁচ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গজারিয়া থানার ওসি মো রইছ উদ্দিন’র ভাষ্যমতে, পালিয়ে বেড়িয়ে রক্ষা পাবে না কোন ওয়ারেন্ট ভুক্ত আসামী। গজারিয়ায় কোন আসামীর স্থান হবে না।