নিউজ প্রাচ্যের ডান্ডি: অনুমোদনহীন বহুতল ভবন নির্মানের দায়ে নগরীতে ব্যাক্তি মালিকানাধীন একটি বাড়িতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ণ কর্তৃপক্ষ (রাজউক)।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর গলাচিপা ১০৪ নং কলেজ রোড এলাকার লাকী বেগমের মালিকাধীন বাড়িতে রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আজম ও প্রকৌশলী শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
উচ্ছেদ অভিযাান পরিচালনা কালে রাজউক কর্মকর্তাগন বাড়ির মালিক লাকী বেগমকে আগামী এক মাসের মধ্যে বহুতল এই ভবনটি ভেঙ্গে ফেলার নির্দেশ প্রদান করেন। এই ভবনটি নির্মানে রাজউকের কোন নকশা অনুমোদন ছিল না বলে জানান রাজউক কর্মকর্তাগন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র থেকে জানা যায়, স্থানীয় এলাকার লাকী বেগম তার সোয়া ৩ শতাংশ জমিতে ৬ তলা বিশিষ্ট এই ভবনটি কিছুদিন পূর্বে নির্মান করেছিলেন।