নিউজ প্রাচ্যের ডান্ডি, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের ২০১৭ সালের জেএসসি পরিক্ষার্থীদের বিদায় সংর্বধনা প্রদান ও সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে এ সংর্বধনা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও নারায়ণঞ্জ ৪-আসনের সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান শেখ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান। এসময় অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন মোঃ মহিউদ্দিন, মোঃ ফরিদুল ইসলাম, হালিমা বেগম, কাজী ফারহানা আক্তার, হাফেজ মাওলানা মকবুল হোসেন, বিথী রানী ভৌমিক, মোসলেম উদ্দিন শেখ, নাজমুল হুদা মিন্টু, রাজিয়া সুলতানা ইভা, ফয়সাল আহামেদ, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান ও শাহিনা আক্তার প্রমূখ।