নিউজ প্রাচ্যের ডান্ডি: কাশিপুর ইউনিয়নের দেওয়ানবাড়ী জামে মসজিদের সাবেক কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস মিয়া ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ইন্তেকাল করেন তিনি। পরবর্তীতে এদিনই বাদ এশা হাজীপাড়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে তাঁকে কাশিপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে, কুদ্দুস মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কাশিপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার ও কাশিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক খোকা।
এক শোক বার্তায় খোকা বলেন, কুল্লু নাফসি জায়কাতুল মউত। অর্থাৎ পৃথিবীর সকল প্রাণীকেই একদিন মৃত্যুর সাধ গ্রহণ করিতে হবে। তারপরও কুদ্দুস ভাইয়ের চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে। দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন তার পরিবার এর সবাই কে দরজ ধারন করার ক্ষমতা দেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানাগেছে, মৃত্যুকালে তিঁনি ২ ছেলে, ১ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।