নিউজ প্রাচ্যের ডান্ডি: কবি আরিফ বুলবুলসহ নারায়ণগঞ্জের চার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় মামলা দায়ের করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক রফিউর রাব্বী।
বুধবার (১২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় তিনি এ মামলাটি দায়ের করেন। তবে এ মামলায় হামলাকারী কারো নাম উল্লেখ করা হয়নি।
এজাহারে রফিউর রাব্বী উল্লেখ করেন, ‘আমি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক। দীর্ঘদিন জাতীয় স্বার্থ বিরোধী সন্ত্রাস, ভূমিদস্যু, গুম-খুনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন আন্দোলন এবং আমার নিজ পুত্র তানভীর মুহাম্মদ ত্বকীসহ নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার দাবীতে আন্দোলন সংগ্রামে নিয়োজিত আছি।’
‘মঙ্গলবার (১১ জুলাই) বিকেল ৫ টায় আমরা সুন্দরবন রক্ষার দাবীতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ শেষে মিছিল নিয়ে রাজপথে বের হই। সমাবেশ ও মিছিলে জেলার প্রগতিশীল, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। শহরের ২ নং রেল গেইট অঞ্চলে বিকেল আনুমানিক সোয়া ৬ টার দিকে মিছিলটি সমাপ্ত ঘোষণা করা হয়।’
‘অন্যদিকে চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি অমল আকাশ, কার্যকরী সদস্য শাহীন মাহমুদ, প্রতিনিধি পরিষদের সদস্য কবি আরিফ বুলবুল ও ছড়াকার আহমেদ বাবলু অবস্থান করছিলেন। এ সময় সাড়ে ৬ টার দিকে ১০/১২ জনের একটি সন্ত্রাসী যুবক দল হাতে লাঠি, লোহার মোটা এঙ্গেল ও অন্যান্য দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের উপরে অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তারা অমল আকাশ (৪১), শাহীন মাহমুদ (৪০), আহমেদ বাবলু (৪০), আরিফ বুলবুল (৪৬)কে এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে জীবন বাঁচানোর জন্য আহতরা দৌঁড় দিলে অজ্ঞাতনামা সন্ত্রাসী যুবকদের মধ্যে একজন সুপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে লোহার মোটা এঙ্গেল দিয়ে কবি আরিফ বুলবুলের মাথায় প্রচন্ড আঘাত করলে সে রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।’
‘পরে শহীদ মিনারে থাকা লোকজন এগিয়ে এলে সন্ত্রাসী যুবকরা পালিয়ে যায়। হামলায় গুরুতর আহত কবি আরিফ বুলবুলের মাথার সিটি স্ক্যান ও অন্যান্য পরীক্ষা করিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করা হয় তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ইতিপূর্বেও আমাদের সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে সন্ত্রাসীরা কয়েকবার হামলা চালিয়ে কর্মীদের মারধর করেছে।’
রফিউর রাব্বী এজাহারে আরো দাবী করেন, ‘আমার বিশ্বাস সাম্প্রতিক সময়ে যে সমস্ত সন্ত্রাসী বাহিনী নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটসহ আমাদের বিভিন্ন অনুষ্ঠানে হামলা-ভাংচুর কর্মীদের মারপিট ও অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেছে, সেই সমস্ত সন্ত্রাসীরাই মঙ্গলবার কবি আরিফ বুলবুল, ছড়াকার আহমেদ বাবলু, সংগীত শিল্পী অমল আকাশ ও শাহীন মাহমুদের উপর হামলা ও হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে।’
‘আমরা তদন্তপূর্বক হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার দাবী করছি।’