নিউজ প্রাচ্যের ডান্ডি: জাতীয় শোক দিবসে “জয় বাংলা ক্লাব” এর পক্ষ থেকে বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ তার পরিবারের সকল শহীদের জন্য দোয়া মাহ্ফিল এবং তবারক বিতরণের আয়োজন করা হয়েছে।
শনিবার ১৫ ই আগস্ট নগরীর চাষাড়া রেললা্ইন সংলগ্ন সংগঠনটির প্রধান কার্যালয়ে দেশ ও জাতির কল্যানের জন্য যেনো বরাবরের মতো “জয় বাংলা ক্লাব” স্বাধীনতার স্বপক্ষে সর্বদা মানুষের পাশে থাকে সেজন্যও বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিল জয় বাংলা ক্লাবের সভাপতিঃ ওয়াদ্রিব আহাম্মেদ অনন্ত, সাধারণ সম্পাদকঃ সাজ্জাদ উল্লাহ শোভন, প্রচার সম্পাদকঃ রাহাত সরকার, অর্থ সম্পাদকঃ রাতুল হাসান, কার্যকরী সদস্যঃ ওয়াসিকুল ইসলাম সানি, মোহাম্মদ জন, আলভী রহমান, জুনায়েদ হাসান, মিনহাজ আহাম্মেদ, হাসিবুর রহমান প্রান্ত, শেখ ওসমান, এমকে মিশুক, শাহাবুব ইসলাম, আরাফ উল্লাহ মহান।