নিউজ প্রাচ্যের ডান্ডি: নগরীর চাষাড়ার নবাব সলিমুল্লাহ রোডে অবস্থিত সিটি ডায়াগনস্টিক সেন্টারের পাশ্বর্তী একটি মিনারেল পানির কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় নগরীর সলিমুল্লাহ রোডে অবস্থিত চাষাড়া সিটি ডায়াগনস্টিক সেন্টারের পাশ্বর্তী নিশাত এন্টারপ্রাইজ ও আর এম পিওর ড্রিংকিং ওয়াটার নামে মিনারল ওয়াটার কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট মৌসুমী।
পরিস্কার পরিচ্ছন্ন না রাখা এবং মেশিন রং করার দায়ে নিশাত এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা এবং আর এম পিওর ড্রিংকিং ওয়াটার কোম্পানীর লাইসেন্স সঠিক না রেখে পানির ঝাড়ে স্টিকার লাগিয়ে নিশাত এন্টারপ্রাইজ এর ভেতরে পানির ঝাড় রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
প্রতিষ্ঠান দুটিকে আগামী এক মাসের মধ্যে নিয়মতান্ত্রিক ভাবে সবকিছু সঠিক রেখে ব্যবসা পরিচালনা করার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত।