নিউজ প্রাচ্যের ডান্ডি: ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত হয়ে গেছে ফুডল্যান্ড বেকারীর একটি দোকান।
শুক্রবার (১১ আগষ্ট) ভোর সাড়ে ৬টায় শহরের চাষাড়াস্থ শান্তনা মার্কেট শাখায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দূর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ততক্ষণে দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়। আর অল্পের জন্য পাশ^বর্তী দোকানটি বেঁচে যায়।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসা ফুডল্যান্ড বেকারীর মালিকপক্ষ জানান, অগ্নিকান্ডে দোকানের সমস্ত মালামাল পুড়ে বিপুল পরিমানে ক্ষতি হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার খন্দকার সানাউল হক নিউজ প্রাচ্যের ডান্ডিকে জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। আগুন ভয়াবহ আকার ধারন করলেও বন্ধ ঘরে লাগায় পাশ^বর্তী দোকানগুলোতে আর ছড়াতে পারেনি। সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানির চাপ বৃদ্ধি করে ১৫ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’